=====মিশুক সেলিম
তুমি নিঃসঙ্গ নিরবতার আধার ছুঁয়ে যাওয়া অব্যক্ত যন্ত্রনা,
চোখের জল চোখেই ধরে রাখার মতো অতৃপ্ত কান্না।
প্রচন্ড দাবদাহের পর এক পশলা বৃষ্টির মতো তুমি,
হয়তো একদিন তাবত পৃথিবী চমকে দিয়ে বলবে ভালোবাসি,
তুমি আমার প্রতিবেশী নদী, জোছনার জলমাখা নীল পদ্মটী,
আবহমান কাল ধরে পাতাহীন বৃক্ষের মতো দাঁড়িয়ে আছি,
তুমি শুধু তুমি, সাদা কালো জীবনের রঙিন প্রতিচ্ছবি।
চন্দ্রমুখী তোমার যাকিছু চাইবার আছে চাও এই অবেলায়,
হয়তোবা ফিরে যাবে শূন্য হাতে রিক্ত হয়ে বাঁধন ছিড়ে,
মুক্ত বিহঙ্গের মতো পাখা মেলে জীবনের পড়ন্ত বিকেলে ।
আমি বুঝে নেব কী থাকা উচিত ছিলো জগৎসংসারে।