==============মিশুক সেলিম
মৃদু হাসির গোপন সৌন্দর্য উপলব্ধির প্রত্যাশা নিয়ে
সেদিন আমিও ঠাঁই দাঁড়িয়ে ছিলাম চৈত্রের খরতাপে,
গলির মোড়ে, নির্ভরতার স্পষ্ট আওয়াজ তুলে,
বিজয়ের কবিতা উৎসবে ডাইভারসিটি চত্তরে।
আর তুমি সম্ভ্রম হরণের বিরুদ্ধে প্রতিবাদী মিছিলে,
হত্যাকারীর ফাঁসির দাবি নিয়ে বিভৎস ছবি হাতে।
সদ্য প্রকাশিত কাব্য গ্রন্থের মতো বুকের গভীরে জড়িয়ে,
তোমার ভেতরের তোমাকে স্পর্শেই টের পাই কৃষ্ণবর্ণ নদী,
হিরোশিমার মতো কেঁপে উঠে রক্তাক্ত হৃদয়ের অনুভূতি।
জলের স্রোতে বয়ে আসা অবাঞ্চিত ডালপালার মতো
আমার কবিতার শব্দগুলো মুক্তির দাবি নিয়ে আদিম
অরণ্যের গাড় অন্ধকার ভেদে মিলিয়ে যায় প্রতিনিয়ত।