তোমাকে খুঁজেছি আমি
================মিশুক সেলিম
তুমি আমার অতীতের ফেলে আসা স্মৃতির চন্দ্রিমা উদ্যান,
অদম্য নেশায় বুঁদ হয়ে থাকা চিত্রশিল্পীর জীবন্ত ক্যানভাস,
তুমি আমার স্বপ্নচারী অনুভূতিতে আবহমান বাংলার লোকজ ঘটনাবলি,
নবান্নের দিনে কৃষকের উজ্জ্বল হাসি, প্রসাধনরতা কুমারী রমণী।
তোমাকে খুঁজেছি আমি ব্রাজিলের ফিফটিন সেপ্টম্বর কমিউনিটি ভিলেজে,
পার্ক অ্যাভিনিউতে আনমনে হেঁটে হেঁটে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে,
তারাভরা রাতে,জোসনায় ভেসে যাওয়া রোজভেল্ট আইল্যান্ডের বাতিঘরে,
হ্যাঁ , তোমাকে খুঁজেছি আমি লং আইল্যান্ডের আমিষ কাউন্টিতে,
আটলান্টিক মহাসাগরের পাড়ে ডাইভারসিটি চত্তরে, বর্ণাঢ্য বাংলা উৎসবে।
সু-বিশাল পৃথিবীর পথে হেঁটে হেঁটে তৃষ্ণার্ত নিজেকে ফুরিয়ে
অবশেষে তোমাকে পেয়েছি ষোল কোটি মানুষের হৃদয় জুড়ে।