পরিতৃপ্তির হাসি
---------------মিশুক সেলিম
সাগরের অব্যক্ত কান্না-ধ্বনি রক্তবর্ণের পাহাড়
স্পর্শ করে দাবানলের মতো ফুঁসে উঠেছে আজ।
টকটকে আপেল রাঙাগাল ছুঁয়ে দেখি বারবার,
শিহোরিত তুমি নিস্পলক তাকিয়ে থাকো নির্বাক ।
হৃদয়ের অঢেল শস্য সম্ভারে বইছে আনন্দের বন্যা,
তোমার রাঙা গালের গোলাপের আভা যেন সবুজ
বৃক্ষছায়া ভরা হৃদয়ের এক অফুরন্ত অতৃপ্ত কান্না ।
সৌরজগতের মহা সম্রাট আজ স্তব্ধ । আমি বহুদুর
থেকে হেটে আসা ক্লান্ত পথিকের মতো তৃষ্ণার্ত ।
প্রগাঢ় তৃষ্ণায় বলি ভালোবাসি,হাটু গেড়ে বসি,
উঠে দাঁড়াতেই স্পর্শ করি ফুল কাটা পাতা কলি,
তারুণ্যের দাপটে আমি উল্লাসে মেতে উঠি,
রাঙা ঠোঁটে তুমি হাসো পরিতৃপ্তির হাসি ।