তুমি ক্লান্ত দুপুরে বটবৃক্ষের মতো উদার
দীঘির জলের মতো স্বচ্ছ টলটলে প্রশান্ত
নৃত্যরত ময়ূরের মতো উজ্জল ধাঁধাঁনো।
সবুজ রঙের পৃথিবী দেখার ছাড়পত্র চাও?
কিংবা লোমশ বুকের গভীরে সযতনে ঠাঁই ,
যেখানে ক্ষরিত রক্তে উষ্ণতার অভাব নাই।
চলে এসো নীরবে নি:শব্দে অতি সংগোপনে।
চন্দ্রিকা তুমি কি কখনও অরন্যের গভীরতা
কিংবা জমাট বাধা ক্ষুধার হিংস্রতা দেখেছো?
পাতাহীন নগ্ন বৃক্ষের আর্তনাদ শুনেছো?
বুকের গভীরে কান পেতে রও অনবরত,
সকলের অস্তিত্ব টের পাবে প্রতিনিয়ত।