তীর্থভূমি জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্রে
আনমনে হাঁটতে হাঁটতে থমকে দাড়াই,
ব্যানারে লিখা আছে চলো বই মেলায় যাই।
একটি প্রজাপতি ভর করে আমার কাঁধে
শিহরিত আমি সিঁড়ি বেয়ে তর তর করে
ঢুকে পরি অন্ধকারাচ্ছন্ন অডিটোরিয়াম ।
যেখানে মহামানবেরা ডায়াসে দাঁড়িয়ে
চিৎকার করে বলছে আলোকিত মানুষ চাই।
প্রজাপতিকে জোনাকি ভেবে আঁকড়ে ধরি।
ডানায় ভর করে যখন আমি প্রধান ফটকে
চারিদিকে শুধু বই আর বই স্রষ্টার হাত ধরে,
মুহূর্ত ধরে রাখার প্রত্যাশায় প্রজাপতিরা
মুঠোফোন হাতে ডানা মেলে উড়ে ।
শাড়ী বিক্রেতারা কেলিয়ে হাসে ,জোনাকিরা
কোণ ঠাসা হয়ে নির্বাক দাঁড়িয়ে থাকে ।
আমি ধারাবাহিক দুঃস্বপ্ন দেখি
জোনাকি আর প্রজাপতির পার্থক্য খুঁজি।