ভারত মহাসাগরে ভাসছে
-হাজারো জিন্দালাশ।
সেকি কেবলি দারিদ্রের অভিশাপ!
আন্দামান-নিকোবর দীপপুঞ্জের
অতি সন্নিকটে পৃথিবীর সন্তানেরা
দুই মাস ধরে ভাসে।
মালয়েশিয়ায় নেই যে ঠাঁই,
থাইল্যান্ডেরও পাত্তা নাই।
সামুদ্রিক গর্জনে বিলিন হয়
ক্ষুধার্তের আর্তচিৎকার,
রাশি রাশি অথৈ জলের মাঝেও
এক ফোঁটা জলের অভাব।
উত্তাল ঢেউয়ের তালে তালে
পৃথিবীর বিবেকরা নৃত্য করে।
মানবাধিকার কর্মীরা ইন্দোনেশিয়ার
তীরে নির্বাক দাঁড়িয়ে থাকে।
সাত সমুদ্র তের নদীর এপারে
পতাকা শোভিত জাতিসংঘের
বারান্দায় দাঁড়িয়ে আমার
হৃদয় থেকে অনবরত রক্ত ঝরে।
উত্তাল ঢেউয়ের তালে তালে
পৃথিবীর বিবেকরা নৃত্য করে।