উত্যক্ত দুপুরে সদ্য রোপিত নেতিয়ে পড়া
বৃক্ষের মত বাংলাদেশ, অস্তিত্বের প্রশ্নে কাঁদে ।


‘আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি, শুনে বাংলাদেশ কাঁদে ।
বন্যার্ত বাংলার হৃদয় থেকে রক্ত ঝরে ।
ঘুমন্ত বিবেকেরা মৃত বিবেকের পাশে শুয়ে আছে।

আসাদের শার্ট, আর নূর হোসেনের লাশ,
ধর্ষিত নারীর মতো লুটোপুটি খায়।
অধর্মপ্রাণ লম্পটেরা ওত পেতে থাকে।
উইপোকায় খাওয়া তরলা বাঁশের বেড়ার মতো বাংলাদেশ,
নড়বড়ে দাঁড়িয়ে থাকে।

হে নতুন প্রজন্ম,
পাতাহীন বৃক্ষের মত দাঁড়িয়ে কেন?
তবে কি ভুলে গেছ, সম্ভ্রমহারা বোনের আত্মহত্যার কথা?
অসহায় পিতার দিগম্বর হয়ে,
ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে থাকার কথা?
কাঁদো, বাংলাদেশ কাঁদো,
মাতৃত্বের দোহাই দিয়ে কাঁদো।
জারজ সন্তান জন্ম দেওয়ার অপরাধ-বোধ থেকে কাঁদো।

আর বলতে থাকো-
গণতন্ত্র, কিম্বা সমাজতন্ত্র, বুঝি না।
এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান চাই।