শপথের সুরে বলছি-
অস্তিত্বের কছম খেয়ে বলছি,
দারিদ্র আর হারানোর বেদনা নিয়ে
কোনদিনও কারো কাছে হাজির
হবো না আমি, তোমার কাছেও নয় ।
বড় ভয় হয় অনাগত ঘৃণাকে,
পাছে তুমি বলে বসো-
“একটা হৃদয় কেমন করে দুঃখ পেল,
একটা জীবন কেমন করে নষ্ট হলো" ।
তুমিতো বেশ সুখেই আছো,বাড়ি আছে,
গাড়ি আছে,ইঞ্জিনিয়ার স্বামী আছে ।
সামনে অনেক সোনালী দিন আছে,
অনেক আছে,কিন্তু তুমিই বলো
ঘর পোড়া উজার ভিটার খবর
সভ্য মানুষ কেউ কি কখনো রাখে ?
তুমি ভুললেও আমি তোমাকে ভুলবোনা,
আমৃত্যু ছায়ার মতো পাশে পাশে থাকবো
স্বশরীরে নয়, রাতের অন্ধকার হয়ে
রবীন্দ্রনাথের গান হয়ে
-কবিতা হয়ে
-স্মৃতি হয়ে
তোমার প্রিয় রজনীগন্ধা হয়ে ।
তুমি বুঝতেই পারবে না, কিছুতেই না,
কিছু----- তে--------ই---------না--