স্বাধীনতা মানে যদি হয়,
অর্থহীন ভাল লাগার সঙ্গী হওয়া,
আমার প্রতি তোমার অবহেলা,
রাস্তার ধারে অর্ধনগ্ন মা
তবে সেই স্বাধীনতা আমি চাই না ।


স্বাধীনতা মানে যদি হয়,
ফরমালিন খেয়ে চিরসবুজ থাকার স্বপ্ন দেখা,
মিশুকের কবিতা নিজের বলে চালিয়ে দেয়া,
শুধু আমরা আমরা খেলা-
তবে সেই স্বাধীনতা আমি মানি না।

স্বাধীনতা মানে যদি হয়,
অধিকার নিয়ে লুকোচুরি লুকোচুরি করা,
বইয়ের পাতায় অবিকৃত ইতিহাস জুড়ে দেয়া,
অন্ধ সেজে কানামাছি খেলা,
তবে সেই স্বাধীনতা আমি চাই না ।

স্বাধীনতা মানে যদি হয়,
সকাল দুপুর সন্ধ্যা বেলা ফেসবুকে ডুবে থাকা,
গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলা
স্বাধীনতা স্বাধীনতা বলে চিৎকার করে-
কেবলি পরাধীন থাকা ।
তবে সেই স্বাধীনতা আমি চাই না ।

স্বাধীনতা মানে যদি হয়,
পিতার কাধে পুত্রের লাশ,
আমার প্রতি তোমার অধিকার ,
সেই স্বাধীনতাকে দেই ধিক্কার ।
স্বাধীনতা মানে যদি হয়,
মায়ের মুখের কেড়ে নেয়া হাসি,
সেই স্বাধীনতাকে বই মেলায় দেব ফাঁসি।