হে যুবক,
ফেন্সিডিলের নেশায় ঝিমোচ্ছ কেন?
উঠ, জাগো, ঝাঁঝরা করে দাও
ঐ মাতাল দুর্বৃত্ত জারজ সন্তানকে
যে তোমার মা-বোনের ইজ্জত ছিনিয়াছে একাত্তরের মুক্তিযুদ্ধে।


হে যুবক,
চোরাগলির ঐ আধার কেন পান করেছো ?
দেখ, সোনালী সূর্য উঠেছে,
বাংলার বুক চিরে।

হে যুবক,
লেখাপড়া শেষ করে শহরে কেন?
ঐ দূর গ্রামে আম্রকাননে বসে,
মা তোমায় ডাকছে।

হে যুবক,
দানব ট্রাকের হর্ণের মত , হু-হু করে কাঁদছ কেন?
বৃক্ষের মত দাড়িয়ে কেন?
সকল জড়তা ভেঙ্গে, দূর্গম পথ পেরিয়ে
আবারও যুদ্ধে চলো, গণতন্ত্র রক্ষা করো
নিজেকে বাঁচাও, নিজের জন্য
অনাগত প্রজন্মের জন্য ॥