স্বল্পতেও তুষ্টি আছে
তবে খুঁজে নিতে হবে;
যে অবস্থায় আছো তুমি
ভাবো পরম সুখী এ ভবে।

প্রাচূর্য মানেই সুখ নয় রে ভাই
এটা শুধু নিছক ধারণা;
সুখ হারাবে সেদিন থেকেই
করিলে কারো সাথে তুলনা।

বেলা ফুরালো ঘুম হারালো
আফসোস করেই শুধু ক্লান্ত;
গড়িয়ে হিসাব ভুলিয়া হাল
শান্ত পরিবেশটাও যেনো অশান্ত।

দেখিয়া পরের প্রাচূর্যময় চরণ
স্বীয় আহরণে চিন্তায় বিভোর;
শুধু শুধুই বাড়িয়ে আক্ষেপ
আহা! খুলিবে না কি ভাগ্যের দোর!

তুলনা যদি করতেই হয়
তোমার নিম্নদের দিকে তাকাও;
মনে হবে কতো সুখে তুমি
প্রভূর কাছে শুকরিয়া জানাও।

অর্থই শুধু সুখ বহে না যে
অযথা ভেবে যত ভুল;
কম কিংবা বেশি ব্যাপার নয়
আত্মতৃপ্তিই যে মূল।