সমাজ নয়তো ভিন্ন সংঘ
মানুষই তার উপাদান;
সুশীল কিংবা বিনাশ করিতে
সর্বত্রেই আহ্বান।
সফলতার দ্বারে পৌঁছালো যিনি
তার গল্পে স্বপ্ন আঁকো;
প্রেরণা না দিয়ে হাত বাড়িয়ে
পিছু কেনো তাকে ডাকো?
তথাকথিত এই সমাজে
মানুষের যে কতো রুপ;
বিত্তবানের পক্ষে সবাই বলিবে
দরিদ্রের তরে কেনো চুপ?
টাকার পেছনে ছুটছে অবিরত
চরিত্র বেঁচে যায় অবলীলায়;
অধিকার পায়নি অসহায় নিঃস্ব
এমন কেনো তাদের বেলায়?
স্বচ্ছ মনে কাজ করিলেও
সমাজের চোখে সে হীন;
নিপীড়ন পেশা দৌরাত্ম্যদের
বদলাবে না কি কোনো দিনও?
সমাজের কাঁধে দোষ চাপিয়ে
কোনো কাজে আসবে না;
গড়িতে সমাজ শুধরাতে আত্মা
কেনো এতো বাহানা?
মানুষ যদি মানবিক না হয়
তবে সমাজ কি দিবে ঠাঁই;
'সবার উপর মানুষ সত্য
তাহার উপর নাই।।'