দেখেছো কি কভু টেনে ধরে
তোমার হাতের পশম?
খেয়াল করেছো কি তবু ভালো করে
ব্যথাটা কি রকম!
হয়তো লেগেছে খুব, ব্যথাও প্রচুর!
আশেপাশে মানুষ আছে যতো,
তাদের ব্যথা বা অনুভূতিও কিন্তু
ঠিক তোমার মতো।
ক্ষুধার যন্ত্রণা সহ্য করাটা কঠিন
হয়তো এটাও কারো ঘটে নিত্যদিন;
দেখেছো কি চেয়ে তাদের কোনোদিন
হয়তো না; হয়তোবা তুমি ব্যস্ত সীমাহীন।
ঝুঁটমুটে বাড়াইও না কারো কষ্টের হাহাকার
নিজের মতো উপলব্ধি করে গড়ো বন্ধনের সমাহার;
বদলাও নিজেকে নির্বাহ করো সকলের সমতা
জাগ্রত হোক সবার- হৃদয়ে মানবতা।
যদি মানবতা থাকে কারো মনের মাঝে
অপরকে জড়াবে না কেউ অপ্রত্যাশিত কাজে;
আর গুম-খুন-রাহাজানি তো দূরের কথা
জাগ্রত হোক সবার- হৃদয়ে মানবতা।
যদি তুমি মানবতাকে করো হৃদয়ে বহন
লোকে তোমায় স্মরবে সদা যদিও হয় মরন;
ক্ষুদ্রতর অংশেও গ্রহণ করেছো অপরের ব্যথা
জাগ্রত হোক সবার- হৃদয়ে মানবতা।
মানবতাহীন এই সমাজটাকে পূর্ণ করো আজ
চারিদিকে যেনো পূর্ণতা পায় মানবতার সাজ;
মানব থেকেই মানবতা ভুলিও না একথা
জাগ্রত হোক সবার- হৃদয়ে মানবতা।।