যতদিন ছিলাম এই প্রতিষ্ঠানে
ভাবি নি কভু যাওয়ার কথা;
বিদায়ের কথা শুনলেই মনে
লাগে যেনো কেমন ব্যথা!
দশটি বছর করিয়া পার
আজ- মাধ্যমিক স্তর পেরিয়ে,
ছেড়ে যাবো মায়া এই প্রাঙ্গণ তার
আবার- কোথায় যে যাবো হারিয়ে।
করেছি হয়তো কতো যে অন্যায়
মোদের গুরুজনের সনে,
করিবেন ক্ষমা এটাই অভিপ্রায়
বেঁধে আছি যে কতো ঋণে।
আছে যারা আরো- এই শিক্ষাঙ্গনের
সকল শিক্ষার্থী;
রাখিও সম্মান ইহার- যুগ যুগান্তরে
এটাই কামনার্থী।
অশ্রুভেজা চোখ আজ হৃদয়ে বিষাদের সুর
করিবেন দোয়া মোদের জন্য যদিও থাকি বহুদুর,
আল্লাহ যেনো পৌঁছায় মোদের জীবনের সফলতায়
চাইনি বিদায় তবুও যে আজ অতৃপ্ত বিদায়।।