যে পুরুষ তার শখের নারীর নরম বুকে
কিংবা উন্মুক্ত কোমরের ভাঁজে অথবা
তলপেট হাতড়িয়ে সুখ খোঁজে,
সে পুরুষ সেখানে ভালবাসা নয়,
মনের ক্ষুধা নিবারণের জন্য আসে।
শখের নারীর কপালের টিপ অথবা
ব্যবহৃত লিপিস্টিকের গুণগান করতে জানতে হয়।
দিন শেষে ক্লান্তির রেশ কাটাতে
ওই নারীর বুকে মুখ গুঁজে শান্তি খুঁজতে হয়।
কোমর পেচিয়ে ধরে সূর্যাস্ত দেখতে হয়।
কোলের ওপর মাথা রেখে শিশু হইতে হয়।
যে নারী তার শখের পুরুষের কাছে
নিজের দেহ দান করে ভাবতে পারে
ভালোবাসাকে পেয়েছি, সে ভুলের মধ্যে আছে।
পুরুষের বুকে মাথা রেখে
নিশ্চিন্তে ঘুম দিতে জানতে হয়।
তাকে জাপটে ধরে পথ রোধ করতে হয়।
অগোছালো পুরুষকে সযত্নে ভাজ করে রাখতে হয়।
ভালোবাসা মানেই শুধু দান কিংবা গ্রহণ নয়।
ভালোবাসাটা অর্জনের বিষয়।
দেহ দান বা গ্রহণেই যদি ভালোবাসা হতো
তাহলে, শখের মানুষের বিরহে কেউ
শূন্যতাকে বেছে নিতো না।
ভালোবাসতে গেলে রোমান্টিক হতে হয়,
বণিক কিংবা খদ্দের নয়।