আস্ত একটা চাঁদ যখন পূর্ণিমার রাতে উঁকি দেয়
আমার দখিনা জানালার গ্রিলের কোণে,
তুমি হয়তো তখন অন্য কারোর সাথে
ভাগাভাগি করছো জীবনের মানে।
সেই কবে শূন্য পকেটে ঘর ছেড়ে ছিলাম
ভালোবাসাকে প্রাপ্তির আশ্বাসে,
এখন আমার ঘর ভর্তি সম্পদ আছে
কিন্তু তুমি নেই আজ পাশে।
আস্ত একটা জীবন পার করে দিলাম
ভাসবো বলে সুখের সাগরে।
অথচ তুমি সেই জীবন ডিঙিয়ে
নোঙ্গর গেড়েছো বেনামী বন্দরে।