তোমারে ভালোবাইসা নিজের কইরা পাইলাম না,
পাথরের লাহান শক্ত হইয়া গেছে মন।
তুমি চইলা গে‌ছো আমারে ফালাইয়া,
তার পরেও তোমার লাইগ্যা পথের দিকে চাইয়া থাকি দিনের পর দিন,
চাইরপাশে এত্ত এত্ত ডাক, সাড়া দেই নাই।
নিজেরে ঠিক রাখছি, তোমার ভালোবাসার শরীরটারে ঠিক রাখছি।
বিলাইয়া দেই নাই শকুনের কাছে।

আমারে তুমি অহন আর গুরুত্ব দিবার চাওনা,  
তুমি বুইঝা গে‌ছো যে, তোমারে ছাড়া আমি বাচুম না।
বেহায়া আমি, হ, আমি বেহায়াই, বেহায়া অসুখে ধরছে আমারে,  
তোমারে ছাড়া আর কোন সুখই সুখ মনে হয় না অহন।
তুমি যে হারাইয়া গ্যেছ, আমারে থুইয়া চইলা গে‌ছো,  
বিশ্বাস করতে চায় না আমার বেহায়া মন।  

আমি জানি আমার লাইগ্যা তোমার মন কান্দে না,
তয় একদিন তোমার ও মনের মইধ্যে ফাঁকা ফাঁকা লাগব।  
নিজেরে ভালো রাখার লাইগ্যা হইলেও আমারে তোমার দরকার হইব,  
সেইদিন তুমি চাইলেও আমার কাছে আর ফিরতে পারবা না।  
তোমার বুকটা ফাইটা কান্দন আইবো, শোকের কান্দনের লাহান,  
তহন তুমি কাঁনতেও পারবা না, পাত্থর হইয়া যাইবা।
সেইদিন তুমি বুঝবা যেই দিন তুমি কারো কাছে ঠকবা,
সেইদিন' ই আমার কথা মনে পড়বো তোমার।
মনে হইবো আমারে তোমার দরকার আছিলো সুখের লাইগা,
বুঝতে পারবা আমার লাহান ভালো তোমারে কেউ বাসতে পারবো না।  
তোমার কষ্টের নিঃশ্বাসের লগে বাহির হইয়া আইবো আমার নাম।

একটা সময় তোমারে কাছে পামু দেইখা কত বাহানা করছি,  
তোমার মইধ্যে নিজেরে দেহনের লাইগ্যা চোর পলান্তি খেলছি।
চোর হইয়া তুমি'ই পলাইয়া গেলা, খুইজা পাইলাম না।
এত অপেক্ষার পর বুঝলাম,আমি এতদিন শূন্যের দিকে চাইয়া আছি,
আমার বুকের ভিতরটা শুখাইয়া গ্যেছে, ঠন ঠন করতাছে পানির অভাবে।
এত কান্দি কিন্তু আমার কলশীফাটা কান্দন কেউ শুনবার চায় না,  
কেউ শুনতে পায় না।