এটা আমার দেশ না।
আমার দেশের রক্ষা কর্তারা রাজপথ ছেড়ে দেয়।
যেন আমরা মিছিল নিয়ে অধিকারের দাবি রাখতে পারি তাদের কাছে।
তারা আমাদের ভাষা বোঝে, কথা শোনে।
তারা কখনো বাক-বিতণ্ডা করে না।
কোন দোষ চাপায় না।
কিন্তু এখানে তো দেখছি রক্ষাকর্তারা নিজেরাই নিজেদের নিয়ে ব্যস্ত।
শোনে না কোন কথা, দোষ চাপিয়ে দিচ্ছে অসহায়ের উপর।
অধিকারের কোন ভাষা তাদের কর্ণপাত হয় না।

এটা আমার দেশ না।
আমার দেশের রক্ষা কর্তা দের যখন
বুক ফুলিয়ে দেখিয়ে দেওয়া হয় বুকের বাম পাশে,
ঠিক এইখানে আছে হৃদয়, আছে বাংলাদেশ,
দুচোখের উপরে কপালের ঠিক মাঝখানে,
যখন আঙুল দিয়ে দেখিয়ে দেই,
এখানে আছে শ্রদ্ধার ভাষা,
তারা সেটাকে সম্মান করে।
আমাদের বুকে হাত দিয়ে ভাষা বোঝে।
কপালে চুমু দিয়ে দেয় শান্তির পরশ।
কিন্তু এখানে?
সেই একই রক্ষাকর্তারা বুকের ঠিক ওই জায়গায় বুলেট ছুড়ে দেয়,
নয়তো কপালের মাঝখানে গুলি করে
মাথা এফোঁড় ওফোঁড় করে ফেলে।

এটা আমার দেশ না।
হতেই পারে না।
এখানে শয়তান আছর করেছে।
আমি বাঙালি,
জানি শয়তানের আছর কিভাবে কাটিয়ে তুলে
দেশকে মুক্ত করতে হয়।
প্রয়োজন হলে সেটাই করতে হবে।

এটা আমার দেশ না।
আমার দেশের রক্ষা কর্তারা এমন নিকৃষ্ট না।
লাল সবুজের পতাকাকে শুধু লাল বানায় না।