আমি তোমার দখিনা জানালা হবো,  
প্রতিদিন সকালে আমাকে খুলে তুমি
আটকে রাখা ঠাণ্ডা বাতাস উপভোগ করবে, আর
স্নিগ্ধ আবেশে চোখ বুজে লম্বা করে শ্বাস নিবে।

তোমার অর্ধেকটা'ই আমার ভেতরে ভরে দিবে তুমি,
সেই অনুভূতিতেই ৪/৬ ফিট জানালা হবো, কেননা  
তোমার প্রিয় চড়ুই পাখী টা হুট হাট এসে বসবে, আর
অযথাই তোমাকে ডাকবে, বার বার।

আমি তোমার সাজের আয়না হবো,  
কিংবা গোসলের জল।  
কেন হবো?  সেটা না হয় গোপন'ই থাক?
বিশ্বাস কর, আমি শুধু তোমার'ই হবো।