আমি খুব একা,
বৃক্ষের মতো আমি আসলেই একা।
অরণ্যের মাঝে হাজার লক্ষ কোটি
বৃক্ষের ভিড়ে শতবর্ষী বৃক্ষের মতো একা,
ঝরো বাতাসে যেমন দুলি,
তেমনি মৃদু বাতাসেও দুলি।
আমার শাখা প্রশাখা পাতা ফল
এমনকি অঙ্কুর থাকা সত্ত্বেও
আমি একা।

আমি একা, অনেকটা
বুরুজ আল খলিফার মত ঠায় দাঁড়িয়ে।
আমার ভেতরে অজস্র কোলাহল,
আশেপাশে আনন্দের ঝলকানি থাকা সত্ত্বেও
আমি একা।

হ্যাঁ আমি একা,
অনেকটা সাদা কাগজে অবহেলিতভাবে
পড়ে থাকা বিন্দুর মত।

তুমি আমার পাশে থাকা সত্ত্বেও আমি একা,
হাতে হাত রেখেছো, তবুও আমি একা,
সুতরাং আমাকে একাকিত্বের ভয় দেখিয়ে
কোন লাভ নেই।
জন্ম থেকেই আমি একা।
আজন্ম একাকিত্বের ভার বহন করে
অর্থহীন জীবন পার করার মত সাহস নিয়ে  
বেঁচে থাকার মত নিথর মানুষ আমি।

আমি খুবই একা, স্রষ্টার মত একা।
নিঃসঙ্গ, নিরব।