আবেগ আমাকে খামছে ধরেছে ইচ্ছেমতো।
আমার সমস্ত শরীর এখন রক্তাক্ত।
বিন্দুমাত্র জায়গা ও অবশিষ্ট নেই, যে
যেখানে এতটুকু বাস্তবতা কে ঠাঁই দিবে।
স্বপ্নেরা দাঁড়িয়ে আছে মনের চৌকাঠে।
আশাগুলো ধীরে ধীরে কাছে আসে
আর পাশ কেটে চলেও যায়।
বিভোর আমি, ভেবে পাই না
কি করে বাসা বাধি অনিশ্চয়তাকে নিয়ে,
শুন্যতে বাস করে খুঁজছি ভরাটের মুখ।
ভালোবাসা আমাকে শিখিয়েছে রাত জাগতে,
শিখিয়েছে কি ভাবে স্বপ্ন দেখতে হয়।
অথচ শেখায়নি বাস্তবতাকে সঙ্গী করার উপায়।
দেখায়নি মুক্তির পথ অথবা অর্জনের কৌশল।