আমরা দু'জন এসেছি দুটি ভিন্ন গর্ভ থেকে,
এসে হৃদয়ের আলিঙ্গন করেছি কিছুকাল।
কিছুকাল ভালোবেসেছো তুমি আমায়,
কিছুকাল আমি তোমায়।
বুকের ভেতর দুমড়ে মুচড়ে,
কিছুকাল জাগিয়েছো চিন চিন সুখ।
দিয়েছো অশ্রু টলমল,
দিয়েছো আনন্দ কিছুকাল।
আমৃত্যু সে তৃষ্ণা থেকে যাবে
তোমাকে দেখবার নয়ন ভরে,
বাকীর খাতায় লিখা থাকবে কয়েকটি চুমু,
তোমার ঐ কপালে, নয়নে; চিবুকে, অধরে।
তারপর একদিন আমাদের সময় ফুরোবে;
একদিন আমি হারাবো, একদিন তুমি হারাবে;
হারাবো, কালের অতল কৃষ্ণগর্ভের গহীনে
নিঃশব্দে—নিরলে—নিভৃতে।
আমাদের গল্পগুলোও হারিয়ে যাবে,
কেচ্ছা-কাহিনী সব হারাবে,
হারায় যেভাবে গুড়ো বালিকণা
তপ্ত মরুভূমির বিস্তীর্ণ ভাজে।
শেষমেশ, আরো দুফোঁটা অশ্রু ঝরাবো,
আরো ঝরাবো—ঝরাবো অনন্তকাল।
১৪ই জুন, ২০২২
সখিপুর, টাংগাইল।