আলসে রোদ ভালোই লাগে,
শান্ত মনের প্রান্তরে এক আবেশ জাগে।
কোন ফাকা ঘাসের মাঠ
কিংবা শিমুল ডালের তলে,
নিঃসঙ্গ চোখ দুটিও কথা বলে।
চুপটি করে বসে থাকা,
স্বপ্নমালার ছবি আঁকা,
মাটির উপর বালির কণা ঝলমলে।
একলা বসে মাঠের কোণে,
রোদ পরে হায় ক্ষণে ক্ষণে,
মন হারায়, এদেশ ওদেশ কোনখানে?
আলসে রোদ করে আমায় চন্মনে।
সূর্য প্রখর, রৌদ্র মুখর দিনখানি ,
ফিরবে না আর কস্মিনকালেও তা জানি ,
স্মৃতি আমায় তাড়া করে সবখানে।