শহুরে কোলাহলে মিশে যায় জীবন,  
কাঁচের ইমারতে লুকিয়ে থাকে আকাশ,  
গাড়ির হর্ন, মানুষের ভিড়,  
সকলেই যেন ছুটে চলে অজানা কোন লক্ষ্যে বারোমাস।

পায়ে পায়ে ধুলো জমে, ক্লান্তি মাখে পথ,  
আলোর ঝলকানিতে ঢেকে যায় রাতের নিস্তব্ধতা,  
এ শহরে কোথাও নেই স্থিরতা,  
শুধু শব্দের ঢেউয়ে ভেসে চলে সময়ের ব্যাকুলতা।

ফুটপাতে বসে পথশিশুরা চেয়ে থাকে,  
স্বপ্নগুলোও যেন বিক্রি হয়ে যায় রোজ,  
বিলবোর্ডের রঙিন আলোয় ঢাকা পড়ে,  
কত না গল্প, কত না চাপা আর্তনাদ, অগোচরে শেষ।

তবুও শহর থামে না, চলতে থাকে অবিরাম,  
নিয়ন বাতির নীচে বয়ে যায় জনস্রোত,  
এই কোলাহলেই মিশে থাকে জীবনের গান,  
আনন্দ-বেদনা, আশা-হতাশার অদ্ভুত এক যাত্রাপথ।

শহুরে এই কোলাহল কি কোনোদিন থামবে?  
নাকি এই শব্দের মাঝেই খুঁজে নেবে শান্তি?  
হয়তো এটাই জীবনের রীতি,  
কোলাহলের মাঝেই পাবে এক টুকরো নির্জনতা, হৃদয়ের সান্ত্বনা।