একুশ মানে মাথা নত না করা,
একুশ মানে অধিকার ছিনিয়ে আনা,
রক্তে লেখা যে ইতিহাস,
তা কখনো ভুলে যাওয়া যায় না।

সেদিন রাজপথ ছিল লাল,
বুলেট বৃষ্টি ঝরেছিল বুকে,
শহীদ হলেন রফিক, সালাম, বরকত,
তবু থামেনি ভাষার সুখে।

মায়ের ভাষায় গাই আজ গান,
বাংলা আমার অহংকার,
একুশে শপথ নেবো সবাই,
বাংলাকে রক্ষা করবো বারবার।

চেতনা আমার একুশের,
বাংলা আমার প্রাণের ভাষা,
এই মাটির প্রতি ভালোবাসায়,
শ্রদ্ধা জানাই শহীদদের পাশে।