স্বপ্নের ডানায়

স্বপ্নের ডানায় ভর করে উড়ি,
অজানা কোন দূর দেশে,
সেখানে নেই কোনো ব্যথা কিংবা অভিমান,
শুধু শান্তি, মায়া, আর ভালোবাসার আভাস মেশে।

নীল আকাশের নিচে এক নিরবধি মাঠ,
সেখানে হাসে ফুল, খেলে রং,
হাওয়ার কোলেতে দোল খায় ঘাস,
মনে হয় যেন মুক্তির মধুর স্বর্গ।

পাখিরা গান গায় আনন্দের তালে,
নদীর জলে খেলে রোদের ঝিলিক,
গাছের পাতায় শিস দেয় মিষ্টি হাওয়া,
সবকিছু যেন এক স্বপ্নময় আবেশে ভাসে নিরবধিক।

স্বপ্নের ডানায় এভাবেই উড়তে চাই,
যেখানে নেই কোনো দুঃখের ছোঁয়া,
তোমার হাত ধরে হাঁটতে চাই সেই পথে,
যেখানে কেবলই আনন্দ, ভালোবাসা, আর জীবনের মধুর রোয়া।