আমার একটি পাখি আছে
খুব যত্ন করা পাখি
অনেক আদর যত্নে ভালোবাসায় পুষে রাখা পাখি
কিন্তু পাখিটি আমাকে সব সময় কেমন জানি ভয়ে রাখে
উড়ে যাবার ভয়।
আমিও কেমন জানি তার ভয় টাকে
বুকের ভেতর গেঁথে ফেলেছি
সব সময় ভয়ে থাকি কখন না জানি পাখিটি আমার উড়ে চলে যায়।
এইতো সেদিনের কথা খুব ভয় পাচ্ছিলাম পাখিটি এই বুঝি উড়ে গেলো
কিন্তু পরে দেখি কিভাবে যেন আবার থেকে গেলো।
পাখিটি আমাকে সব সময় আতংকে রাখে,
এই যে আমি যাচ্ছি উড়ে
তোমার থেকে বহু দূরে
ফিরবো না আর তোমার নীরে।
পাখিটি সব সময় যেন আমার কানে চিৎকার করে এসে বলে যায়,
ভালো লাগে না এই বন্দি জীবন উড়তে আমি চাই
তোমার থেকে দূরে গিয়ে বাঁচতে আমি চাই
দাও মুক্তি আমায় তুমি
আর রেখো না বেঁধে
তোমার কাছে থাকতে আমার দম বন্দ লাগে।
আমার কাছে থাকতে আমার পাখির এতো কষ্ট
আমিও আর সহ্য করতে না পেরে বলেই দিলাম,
যারে যা ও পাখি তুই উড়ে চলে যা
খুঁজ গিয়ে ভালোবাসার নতুন ঠিকানা।
আমিও আর করবো না তোর
উড়ে যাবার ভয়।