স্বপ্নের পুরুষ, তুমি আছো দূর অজানায়,  
তোমার চোখে আছে আকাশের গভীর মায়া,  
তুমি এলে যেন জীবনে রঙের মেলা বসে,  
তোমার উপস্থিতিতে সব ব্যথা মুছে যায়।

তুমি হবে মৃদু হাওয়ার মতো, স্নিগ্ধ আর শান্ত,  
শক্ত হাতে ধরবে আমার হাত, দিবে সাহসের বাধ,  
তোমার ভালোবাসায় মুছে যাবে সব দ্বিধা,  
তুমি হবেনা শুধুই প্রেমিক, হবে আমার বন্ধু, পথের দিশা।

তোমার হাসিতে ফুটবে চাঁদের আলো,  
তোমার কথায় লুকিয়ে থাকবে নির্ভরতার ঢেউ,  
সকল অন্ধকারে তুমি দেবে আলোর পরশ,  
তুমি হবে আমার স্বপ্নে দেখা সেই নির্ভীক সৈনিকের রূপ।

স্বপ্নের পুরুষ, জানি তুমি আছো কোনোখানে,  
তুমি আসবে একদিন জীবন সাজাতে নতুন করে,  
তোমার আগমনে ভরবে হৃদয়, ভাসবে অনুভূতির জোয়ারে,  
আমার সকল অপূর্ণতা পূর্ণ হবে তোমার স্নেহের ঘন ছায়ায়।