আমি পাহাড় সমান ভালবেসেছি,
তবুও দিন শেষে অবহেলা ছাড়া কিছুই পাইনি।
আমার সব কিছুতে তাকে সবার উপরে রেখেছি,
তবু তার চোখে সব সময় নিচু হয়ে থেকেছি।
জীবন দিয়ে আগলে রাখার চেষ্টা করেছি,
তবু তার জীবনের একটা অংশ হয়ে উঠতে পারিনি।
আকাশ সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি,
তবু তার কাছ থেকে সব সময় গুরুত্বহীন হয়ে ফিরেছি।
দিনের পর দিন এক ছাদের নিচে থেকে চেষ্টা করে
তার মনে সামান্য জায়গা করে নেওয়ার,
তবু তার ভালোবাসার সামান্য ভাগ টুকুও পাইনি।
ছোট বাচ্চার মতো করে তার যত্ন নেওয়ার চেষ্টা করেছি,
তবুও তার কাছ থেকে সামান্য যতটুকুন পাইনি।
অতঃপর থেকে থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করেছি,
তবু একটি বারের জন্যও সে পিছে ফিরে তাকাইনি।
তাই বাধ্য হয়ে আমাকেই আবার তার কাছেই ফিরে আসতে হয়েছে। (চলবে...)