আমার চোখের জল, আজ আর আমায় সাথে নিতে ভয় পায় না,
শুধু চুপি চুপি তোমার নিটোল বুকের খাঁজের উৎসে নিয়ে আসে,
তারপর আমি হিমবাহ, তোমার সারা শরীর শস্য শ্যামলা করে,
সেই উদ্বেলিত মোহনায় এসে স্রোত হারায়,
কারণ এইবার তার সুখনিদ্রার পালা
তুমি কি ভেবেছো তা কখনো?
প্রেম ও বিরহের কাব্য ।
চমৎকার বর্ণনা ।
হাজারো শু্ভেচ্ছা ও শু্ভকামনা প্রিয় কবি ।
সম্মানিত কবিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
ভালো থাকুন সদা এই কামনা রইলো।
ভালো থাকুন ।
শুভ সন্ধ্যা ।
খুব ভালো লাগলো।
শুভেচ্ছা সতত,,
স্রোত গুলো মিশে যায় নীল অজানায় ।
ভালো লাগলো ।