এক একটা দিন অতিবাহিত হলে পৃথিবীর বয়স বাড়ে,
আর মানুষের বাড়ে বিচরণের পরিসর,
দিনে দিনে তোমারও পরিসর বাড়বে,
এক একটা নতুন জগৎ হবে সবার,
সেটাই তো স্বাভাবিক,
আমি আমার ক্ষুদ্র পরিসরেই খুশি,
বড়ো হতে আমার খুব ভয় লাগে |
কিন্তু আমার এই ছোট গন্ডিতে তোমায় বেঁধে রেখে,
আমি হীনমন্নতায় ভুগতে পারবোনা,
আমার বিচরণ ক্ষেত্র তো শুধুমাত্র ওই প্রেম-ভালোবাসায় ই সীমাবদ্ধ |
শুধু আমি পুরোনো হয়ে গেলে,
তুমি ই সর্বাগ্রে নতুন হতে বোলো আমায় ,
তোমার ওই দুটি মিষ্টি শব্দ,
আমার প্রবীণতাকে ছাপিয়ে সেদিন পুনঃ নবীন করবে আমায় |


================================================
কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ, আমি আর আমার এক দিদির গাওয়া, শুনবেন, https://www.youtube.com/watch?v=Ezbcst9pOZ4