রাত গভীর হলে,
আঁধারে হারিয়ে যেতে ভয় লাগে,
তখন তোমার ছবি আরসি হয়ে ভেসে ওঠে,
আর আমি প্রাণ ভরে নিজেকে খুঁজে পাই সেই আয়নায়,
তোমায় না দ্যাখা তাই আমার অস্তিত্ব বিলোপের এক এক সোপান চড়া |
তাই আমি তোমার আনবাড়ি আঙিনার চৌকাঠে দাঁড়িয়ে রব,
তুমি রঙিন ক্যানভাসের বাইস্কোপ হয়ে এস ঘুরে ফিরে,
আর আমার বসন্ত বারবার সেই চৌকাঠ পেরিয়ে তোমায় ছুঁয়ে যাবে |
আমার মনের পর্দায় গড়া তোমার বাতায়নের কপাট ভেঙে গেলে,
অবহেলিত স্বপ্নগুলো রামধনু পারাবার ডিঙা হবে,
সেই রঙের বিচ্ছুরণে তুমি-আলো-মন একাকার হয়ো সেদিন |