একলা আমি রিক্ত বেশে
কালস্রোতের টানে ভেসে
যখন আমি ক্লান্ত |
হটাৎ কখন চুপটি করে
আমার মনের আধার ধরে
ছুঁয়ে হৃদয় বসন্ত |
তাইতো আজি মিঠেল সকাল
ঝুপ করে পায় রঙিন বিকাল
কণ্ঠে তোমার বৃষ্টি |
সেই আদুরে শ্রাবন রোদে
আমার জীবন-আঁধার ঘোঁচে
নিয়ে তোমার দৃষ্টি |
তোমার সুধা নিয়ে বুকে
চলবো আমি অনেক সুখে
এই যে আজি স্বপ্ন |
এমনি করে হাতটি ধরে
রেখো আমায় নিজের করে
দিও পুনঃ জন্ম |