সারা শরীরে যখন রাত নেমে আসে
আমার শরীরের শান্ত রক্ত স্রোতস্বিনী যখন খরস্রোতা হয়ে ওঠে
তখন তার অপেক্ষায়, চোখের ঘুম কোথায় যেন লুকোয় |
জানালায় চোখ পড়তেই দেখি,
ছোট্ট একটা চাঁদ, অতবড় আকাশটাকে জোছনা দিয়ে ছুঁয়ে ফেলেছে
এই ভাবে ঘুমহীন চোখে রাত পেরিয়ে ভোর হলে দেখি,
অত স্নিগ্ধ চাঁদখানা বড়ই ধূসর আকাশের বুকে,
আর আকাশ তাকে বহু দূরে ফেলে নীল রঙে সেজেছে |