দিনের শেষে ফিরে এসে
পাশে বোসো হাতটি বুকে ধরি,
রাখবো তোমায় শান্তি দিয়ে
বাঁধতে যদি নাই পারি |
উড়ে যেও অচীন পাখি
বসবো আমি পথটি চেয়ে
ফিরো আপন নীড়ে,
আগলে আমি রাখবো তোমায়
হাজার লোকের ভিড়ে |
আমি যারে ভালোবাসি নিজের চেয়েও বেশি,
সুখে দুঃখে হই যেন তার মিষ্টি ঠোঁটের হাসি |
আমি যারে ভালোবাসি হই যেন তার প্রাণ,
হবো তার সাধের উঠোন রোদ্দুরে টান টান |
জানলা তাঁরই রাঙিয়ে দেব দিয়ে ভালোবাসা,
মনের ঘরে রবো তার সেইতো আমার আশা |
হটাৎ হবো পাগল হাওয়া বইবো তার বুকে,
ঝম ঝমাঝম বৃষ্টি হয়ে ভরিয়ে দেব সুখে |
এলো চুলে আঙ্গুল দিয়ে আঁকবো তোমার ছবি,
উঠোন কোনে সদাই রবো হয়ে তোমার রবি |
আমি তোমার বৃষ্টি ভেজা আদর ভরা নীরা,
তুমি আমার বুকের মাঝে সেই নীরার ই হীরা |