মাঝে মাঝে হারিয়ে ফেলা
আবার কখন নেবার পালা |

এর ই মাঝে চলে কখন
খুশির আসা যাওয়া |

সুখের হাওয়ার আবেশ এসে,
দুঃখ ঘোঁচায় এক নিমেষে |

কিছু স্মৃতি থিতিয়ে পড়ে
কিছু নতুন বপন করে |

এমন কিছুর আনাগোনায়
আমার আশা পথ হয়ে যায় |

পথিক জীবন মাড়িয়ে চলে
পথিকের ই পদতলে |
পিষ্ট হয়ে সকল আশা, আজ যে শুধুই শ্রান্ত
সহিষ্ণুতায় পাথর হয়ে তাইতো আমি শান্ত |