অনেক যাতনা সয়ে, বেদনার স্রোতে ভাসতে শিখেছি আজ,
জোয়ার সাথ দেয়নি আমায় কখনো, তাই ভাটার স্রোতেও চলতে জানি,
হারাতে হারাতে আমার জীবন-সম্মুখ ঘন কুয়াশায় ঢাকা, দিকবিদিক জ্ঞানশুন্য আমি,
জীবন তরীর হাল তাই ভাটার হাতে ছেড়ে, অজানা গন্তব্যের আশায় দিনগুনি |

ক্ষুদ্র চাওয়া নিয়ে, মন দিতে গিয়ে, সব ভাষা চুরি গেছিল কাল,
ভালোবাসার অভিশাপে মুক আমি আজ।
একা পথ চলতে চলতে, তোমার দিনগুনি, কবে আমার চুরি যাওয়া ভাষা ফেরত পাবো,
তোমার চোখে নীলাকাশ দেখে, মৃত আশাগুলো আরোগ্য পাবে, মেঘের ভেলায় ভেসে |

অশনির হাওয়ায় সারা শরীরে দুরারোগ্য ফোস্কা,
মিষ্টি আলোর উত্তাপের যন্ত্রনাও সইতে পারেনা আমার ত্বক,
তাই আঁধারেই কারো হাত ধরে জয়রথে চড়তে চায় মন,
অন্ধকার বিদিশার নিশায়, মনে জীবনানন্দের সুর বাজে,
বনলতা সেনের বন্ধু হয়ে ।