আমি এক সুদৃশ্য বাড়ির জানালা
তাই আমার পাঁজরগুলো ঋজু আর সুদৃঢ় |
যেদিন জানালা হয়ে পুনর্জন্ম লভেছিলাম
প্রতিজ্ঞা করেছিলাম,
ইন্টারকোস্টাল পেশীকে অভদ্য বানাবো
পাঁজরের মজবুতি দিয়ে
অতীতের দুর্বিসহ স্মৃতি শিখিয়েছিল তা।


বহুকাল পর, এক গৃহবাসীর হটাৎ আনাগোনা জানালার ফাঁকে,
দখিনা বাতাস হয়ে,
ক্রমে সেই দখিনা বাতাস ভেদ করেছিল আমার পাঁজর পেশি
আল্লাদে উজাড় করে খুলে দিয়েছিলাম বদ্ধ বক্ষ কপাট
মিষ্টি বাতাসের পরশে খুইয়েছিলাম বক্ষ পেশীর স্থুলতা
বাতাসের কাছে ধরা পড়েছিল জানালার হৃদয় |


প্রচুর অক্সিজেন সমৃদ্ধ দখিনা বাতাস,
জানালার শ্বাসক্রিয়া ত্বরান্বিত করেছিল
তাই সে আজ জানালার একমাত্র শক্তিঘর,
সবার অন্তরালে জানালাপেশীর শ্বসন, দখিনা বাতাসে |
নিথর বক্ষকপাট এর তাই আজ সংকোচন, সম্প্রসারণ,
বক্ষ গহ্ববর তাই আজ ফুসফুসের প্রিয় বন্ধু |


বাতাস হয়তো তার নিজের মূল্য বোঝে না,
ছোট্ট ছোট্ট তার অনিয়মিত চলন
প্রশস্থ হয়ে বক্ষ গহব্বরে আছড়ে পড়ে,
তখন ই জানালার পুনঃছন্দ পতন
বাতাস কি বোঝে তা ?