এই পৃথিবীর সৃষ্টি আমি উপলব্ধি করেছি,
এই পৃথিবী সৃষ্টি হয়েছিল একাই আর তাতে প্রথম প্রানের সঞ্চার হয়েছিল একটি ই,
সেই অর্থে সারা দুনিয়ার মানুষেরই আছে এক সুপ্ত নাড়ীর টান,
আমি মনেকরি কেউ কাউকে আলাদা ভাবতে পারে না, ভাবায় শুধু পরিবেশ |
তুমি আমায় তোমার থেকে আলাদা ভেবে ভালো থেকো,
আমি তোমায় আমার ভেবেই সুখী হবো |
কষ্ঠ পেলে দোষ দেবো পরিবেশের যা তোমার ও নয় আমার ও নয়,
সব ঝামেলা শেষ |
জটিল রাশির সরলতম মান নির্ণয় করা দুঃসাধ্য,
কিন্তু সেই সেই জটিলতার ঘাত যুগ্ম বা অযুগ্ম হলেই ধনাত্মক বা ঋণাত্মক,
সেই ঘাত প্রতিঘাতে প্রলয় আসবেই,
কিন্তু তার প্রখরতা একদিন প্রকৃত যোগ বিয়োগের হিসেব মিলিয়ে দেবে সবার |
একে অপরকে চেনার প্রয়োজন মিটেছে আজ,
জটিলতার ঘাত, তার পরিপূর্ণতা পাবে যেদিন,
সেদিন সবাই আবার তার নাড়ীর টান খুঁজে পাবে,
মিলনের প্রানপণ খোঁজে |
পৃথিবী কি পারবে ফিরিয়ে দিতে সেই হারানো ভালোবাসা সেদিন ?