সম্পর্ক শুধুই কি জিন এর পেঁচানো
adenine, thymine and guanine cytosine base এ সীমাবদ্ধ?
সম্পর্কের ব্যাপ্তি সত্যি ই অপরিসীম, সে কোনো কিছুরই বাঁধা মানে না।
কিছু সম্পর্ক তাই হিসাব না মেনে খোলা আকাশে নিয়ে যায় |
কিন্তু অসম্পৃক্ত রক্তের সমীকরণ মিলে গেলে,
মিলনের স্বাসরোধী শক্তি কাউকেই ব্যাথা দিতে ছাড়ে না |
তাই পৃথিবীর যোগ বিয়োগে ব্যাথা পেতে নেই,
শুধু রোজ আরসিতে বসে নিজের কলঙ্ক ঢাকি,
কবে পৃথিবীর যোগ্য করবো নিজেকে?