জড়তা আর লোলুপতার হানাহানির পৃথিবীতে,
শুধুই কৃত্রিমতার বিষবাস্প মেঘ হয়ে ঢাকে মানুষের মনের অম্বর,
সেই জীমূত কজ্জলে, আজ আমার চোখে ছানি পড়েছে
রেটিনার পিতবিন্দু আজ দৃক স্নায়ু থেকে দূরে যেতে চায় ক্রমাগত |
ভালোবাসা তাই অন্ধকার গলিতে গলিতে ঘুরে,
পরিত্যক্ত ফুটপাথের কোনে ছেড়া বস্তায় মুখ ঢাকে |
সারা শরীর জুড়ে অন্ধকারের চাদর ছেয়ে গেলে
দূরের আকাশ অনেক কাছের মনে হয়,
এই বুঝি তোমার আবেশ, নক্ষত্রে নক্ষত্রে প্রতিফলিত হয়ে,
শীতল আলোয় আমার অবগাহন হবে, ছোট ছোট উষ্ণতা দিয়ে,
মিথ্যে অপেক্ষায় শীতক্লেশে জর্জরিত আমি,
তাই আজ তোমার লেখা স্মৃতির পাতাগুলো পুড়িয়ে উষ্ণতা আনি,
গলা টিপে হত্যা করতে চাই আমার ভালোবাসাকে |
হটাৎ দেখা তার, নব রূপে
শরীরের সমস্ত স্নায়ুযুগল উত্তাল আমার
আমাকে আরো দেবার ছলে, সেই রূপসী আজ অনন্ত
জড়ো পৃথিবী যেন আজ বেশি প্রাণময়, ছানি সরেগেছে আমার
অনেক বেশি বাঁচতে চাই আমি, তাই সব সপেছি তোমায়
আমি নির্ভিক আজ,
আমার শরীরে, তোমার আঁকা আঁকিবুকি গুলো,
আলপনা হয়ে ফুটে উঠেছে যেন
আমার মনের ঘরে, আলতা পায়ে, তোমার আলতো ছোঁয়া পড়ুক জীবন ভোর |
(১৯/০৩/২০২০ সন্ধ্যা ৬.০৭ মিনিটে লেখা)