মিষ্ঠি রবি উঁকি মারে গাছের ডালে ডালে
ধরণী তাই গান পাঠালো পূবের রঙিন জলে ।

শান্ত পবন আলতো ছুঁয়ে শিউলি গাছের শাখা
আল্লাদে তাই দেয় ঝরিয়ে গন্ধ আদর মাখা ।

সেই পরশে আমি জাগি আরেক নতুন দিনে
সীমাবিহীন সাঁতার দিতে জীবন তরী সনে ।

সবাই যখন ভোলে আমায়, সূর্য্যি তবো সাথে
আমার ডিঙ্গায় একলা আমি, আকুল  জীবন পথে ।

পুবের তরী নিয়ে রবি পশ্চিমেতে ভেড়ে
তেমনি মম জীবন কালে আর একটি দিন জোড়ে ।

প্রভাত আলোর আভা যেমন সাঁজের ছটায় মেশে
তুমি কেন নাও না ডেকে একটি দিনের শেষে ।

একলা আমার নিশীথ ঘনায়, আঁধার চোখে নামে
তাইতো জীবন এগিয়ে চলে মিঠেল রোদের টানে ।

ধরতি যেমন ঘুরেই চলে, খোঁজে না সে ঠাঁই
তার ই সাথে আমি আমার জীবন ডিঙ্গা বাই ।