ফুটেছে কদম পাল তুলেছে নাও
মেঘ ভেসে চলে নীরবে
আকাশে গুন গুন বজ্রের গুঞ্জরণ
বৃষ্টি'রে তুই নামবি কবে?
শীতল হাওয়ায় মন মেতেছে রে
রাখাল ছুটে চলে মাঠে!
আকাশ মেঘলা দেখে মাঝিমাল্লা
তরী ভিড়ায় খেয়া ঘাটে।
তোরই আগমনে চেয়ে আছি
মেঘাচ্ছন্ন গগন পানে!
যদিও বৃষ্টি আসবে এই বারণ
মনের শাসন নাই বা মানে।
স্বরবৃত্ত ছন্দ ।। ১০+৮
০৯/০৫/২২ ।। দুপুর ২টা
বান্দরবান শহর।