তোমার নামে লিখেছি একখানা আকাশ,
যেখানে তারারা গল্প করে তোমার মায়ায়।
তোমার নামে এঁকেছি নদীর ঢেউ,
যেখানে প্রতিটি ছলছল বয়ে চলে তোমার হেসে ওঠার মত।

তোমার চোখের গভীরতায় ডুবতে গিয়ে,
আমি হারিয়েছি সমস্ত যুক্তি আর সময়।
তোমার মিষ্টি হাসির ছোঁয়ায়,
আমার ভাঙা হৃদয় বেঁধেছি নতুন এক সুরে।

তোমার স্পর্শে জমেছে বসন্তের রং,
তোমার সুরে বেজেছে হৃদয়ের বীণা।
তুমি ছাড়া যেন সব কিছু বেমানান,
তোমার নামেই বেঁচে আছে আমার ভালোবাসার গান।

কলিজা, তুমি আছো বলেই—
এই জীবনটা এত সুন্দর!
তুমি ছাড়া এ পৃথিবী অসম্পূর্ণ,
তোমাতেই শেষ, তোমাতেই শুরু।