বাবা নামের বিশেষণটি কখনো হারায় না,
না হারাতে দেয় তার মায়া মমতাকে।

আদৌ কি এমন শাসনের গুরুভার হয়েছে,
মাখিয়েছেন কোন অশিক্ষার হিংস্রতায়।
তখনতো পাইনি তার অতি আদুরে ভালোবাসা,
"বাবা, আরেকটু ঘুমা! ফজর না হয় করবি কাজা।"

ইস, আদুরে মাখা সে মাখনি হিসেব,
"খাওয়া হলো তো সকালবেলা!"
কতক্ষণ না খেয়ে থাকা যায়,
তবুও যেন বারে বারে বলা হয়, "খেয়েছিস বাবা!"

সাকুল্যে সম্পৃক্ততায় সর্বদা তুমি বাবা।
তোমাকেই খুব ভালোবাসি!