ইচ্ছে টা বরাবরই—
তোমার দিকে হাত বাড়াই,
তবু দূরত্বের এক অদৃশ্য প্রাচীর,
আমাকে থামিয়ে দেয় বারবার।
তোমার ছোঁয়ার স্বপ্নে,
আমার শিরায় শিরায় জাগে স্রোত,
তবুও এক অজানা ভয়,
আমাকে আড়ষ্ট করে রাখে অনবরত।
তোমাকে ছুঁতে চাই,
যেন নক্ষত্র ছোঁয়ার বাসনা,
যতই কাছে যাই,
তোমার সৌন্দর্যে আমি আরও একাকার।
হৃদয়ের গভীরে এক হাহাকার,
তুমি ছুঁতে না পারার বেদনা,
তবুও প্রতিটি ধ্বংসস্তূপে
তোমার নামেরই প্রতিধ্বনি বেজে ওঠে।
তুমি শুধু তুমি—
আমার সকল চাওয়া,
আমার হৃদয়ের প্রতিটি কোণজুড়ে
তোমারই ছায়া।
ডিসেম্বর'২৪,,,,,,