পড়ালেখা, তুই একেবারে বিস্কুট,
পড়তে গেলাম তোর সাথে, কিন্তু সব কিছুই গেল মিসকুটে!
কখনো মনে হয়, সেলফি তোলার পর বই খুলে দেখি,
কখনো মনে হয়, ফোনে মিউজিক শুনতে শুনতে বুঝি, "পড়ালেখাতো একদম খালি!”

রাত রাত জেগে, পড়ি অঙ্কের বই,
অথচ দেখি “মিরাকল” সিজন টু!
একটা ভাবনা এসেছে, “একটু পড়ি—না তো গেম খেলি!”
এটাই কি জীবন? না পড়ালেখা ফেলে, চিৎকার করি: “ওয়ার্ল্ড অব মুভিতে!”

পরীক্ষা আসলে মনে হয়, যেন বড় যুদ্ধ,
এটা তো খেলা নয়, এটা তো মারাত্মক রক্তপাঠ!
প্ল্যান করি, “আজ পড়বো? -হ্যাঁ!”
কিন্তু সকাল বেলা গিয়ে দেখি, বইয়ের মধ্যে গভীর নিদ্রা,একি!

পরীক্ষার শেষে সবাই বলে,
"ফলাফল কি হবে?" আমি বলি,
“বইয়ের পাতা যদি মোরগের মতো ডাকত,
তাহলে ফলাফল পেতাম আমি এই রাতেই!