কিছু স্বপ্ন দেখি না
ফুলে জড়ানো মায়ার কালিতে
গেঁথে বেণী তোমার ঐ সানিধ্যে
মাখানো কিছু তিক্ততা উঠুক না
যদিও বলতে পারি না কতটা
তোমায় নিয়ে ভাবি বারীধারার নীল আবেশে।
তুমি যে আমার প্রিয়তমা প্রিয়াবহেনা
সারথি যেন হাসিয়ে তোমার অপেক্ষা করায়।
কিছু স্বপ্ন দেখি না
আবহনার আবেশে মাখানো কষ্টে
জমাবো দুইয়ে দুইয়ে তিন, থাকবে না অবসাদ
হউক না কিছু কাঠিন্যের অবহেলা
মায়ায় যেন কাটায়ে কানে শুনা যায়
আমার হৃদয় কখনো যাব না ছেড়ে।
তুমি যে আমার অবহনা অবশ্রী কানকন্ঠ
মাধুরতায় ভরা সেই ভরা দিঘি
পাশের মুহূর্ত খুঁজে যেন নিজেই নিজেকে হারিয়ে ফেলি এই অব্যক্ত কাব্যতায়।
তোমাতে তোমার মোলায়েম কোমলতা যেন বার বার হার মানাচ্ছে আমার ব্যক্ত কথায়,
"" কেন ছুঁয়ে দিয়েছিলে?""