মিশে আছে কোন সেই অজ্ঞাতের অন্ধকারে,
রবের অকৃতজ্ঞতায়, আসলেই কি জানি,
সত্যের আয়নায় কি দেখি আমি?
মিশে হেসে ভাসিয়ে তুলি
নাস্তিকতার কুয়াশায়।

কখনো কি মনে হয় না
এইতো আমি নেই, হিসেবে ফাঁকা,
মনের গোধূলি টানে,
রহস্যময় রঙের জালে।
আমি যেন পার পাওয়া সিংহ হরিণ।